Project Visit

Menu

Share

শাহ হাউজিং সোসাইটিতে‘কুদ্দুছ শ্রাবনী’ হস্তান্তর করলো কুদ্দুছ হোল্ডিংস

চট্টগ্রামের আবাসন শিল্পে নতুন আশার নাম কুদ্দুছ হোল্ডিংস। প্রতিষ্ঠানটি তাদের প্রথম আবাসিক প্রকল্প ‘কুদ্দুছ শ্রাবনী’–এর সফল হস্তান্তর সম্পন্ন করেছে।

প্রকল্পটি শহরের অভিজাত এলাকা শাহ গরীবউল্লাহ হাউজিং সোসাইটি, রোড–১, খুলশি–১-এ অবস্থিত। ২০২১ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়, এবং দীর্ঘ দুই বছরের মধ্যে নানা প্রতিকূলতা পার করে ২০২৩ সালের সেপ্টেম্বরে সফলভাবে ১৪টি ইউনিট হস্তান্তর করা হয়।

‍প্রকল্পের বৈশিষ্ট্য

সাততলা এই ভবনটি আধুনিক নাগরিক চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। প্রতিটি ইউনিটে রয়েছে –

  • ৩টি বেডরুম, ৩টি বাথরুম ও ২টি বারান্দা
  • দুটি সাইজে ইউনিট – প্রায় ১,৩০০ বর্গফুট এবং ১,১০০ বর্গফুট
  • লিফট, জেনারেটর, রুফটপ স্পেস, গার্ডেন, এবং ‍পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং ফিচার

‍ভূমি মালিকের অনুভূতি

প্রকল্পের ভূমি মালিক মোহাম্মদ বাবুল বলেন –

“এই জায়গা নিয়ে বহু ডেভেলপার এসেছিল। কেউ কথা রাখেনি। টাকা নিয়েও দেয়োলিয়া হয়ে গেছে অনেকেই। অনেক চিন্তা-ভাবনার পর কুদ্দুছ হোল্ডিংসকেই বিশ্বাস করেছিলাম। তারা প্রমাণ করেছে, কথায় নয় – কাজে বিশ্বাসযোগ্যতা আসে। এমনকি করোনা মহামারির সময়ও তারা এক মুহূর্ত পিছিয়ে যায়নি। আমি সত্যিই কৃতজ্ঞ কুদ্দুছ হোল্ডিংস-এর প্রতি।”

‍অ্যাপার্টমেন্ট মালিকের প্রশংসা

ফ্ল্যাট মালিক ‍মোঃ মাসুদ আলম (সিইও, Walisa Property Solution; সাবেক জেনারেল ম্যানেজার – SAFE & Green Housing Ltd.) বলেন –

“সবচেয়ে আগে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যিনি আমাকে আমার পরিবারের জন্য একটি আবাসনের ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন। এই স্বপ্ন পূরণে কুদ্দুছ হোল্ডিংস অসাধারণ ভূমিকা রেখেছে। সময়মতো ফ্ল্যাট হস্তান্তর, গুণগতমান সম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার – সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি কুদ্দুছ হোল্ডিংসের উত্তোরত্তর সফলতা কামনা করি।”

‍প্রতিষ্ঠানের বার্তা

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় –

ভালো থাকার আয়োজনে এবং প্রয়োজনে, আস্থার নাম – কুদ্দুছ হোল্ডিংস। আমরা আমাদের যাত্রা শুরু করেছি কুদ্দুছ শ্রাবনী দিয়ে। সামনে আমাদের পরবর্তী স্বপ্ন ‘কুদ্দুছ নূরের হেভেন’, যেখানে আমরা আরও উন্নত ও আধুনিক বসবাসের নিশ্চয়তা দিতে চাই। আমাদের লক্ষ্য – শহরের মানুষের আবাসনের সংকটে বাস্তব সমাধান এনে দেওয়া।”

Committed to building a future centered on family happiness

Submit your Whatsapp number to get Project Update

Google reCaptcha: Invalid site key.